সুনামগঞ্জে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, ১০ যাত্রী আহত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৭

সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ঢাকা থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে।

‎নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাস খাদে পড়ে উল্টে যায় এবং বাসের নিচে চাপা পড়া মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

‎জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করেছে।”

‎স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top