মুনাফার ফাঁদে ‘সার কেলেঙ্কারি’, ইউএনও’র অভিযানে ৪১৬ বস্তা সার জব্দ

মিঠু মুরাদ | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:১৫

ছবি: সংগৃহীত

সরকারি বরাদ্দের সার কৃষকের ঘরে পৌঁছানোর কথা থাকলেও, তা মজুদ রেখে অধিক মুনাফার আশায় বিক্রির চেষ্টায় ধরা পড়লেন এক ডিলার।

শুক্রবার (২৪ অক্টোবর ) দুপুরে স্থানীয় জনতার গোপন তথ্যের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ-এর নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় বাইপাস রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেনের অগ্রণী ট্রেডার্স-এ সরকার বরাদ্দ সার অবৈধভাবে মজুদের প্রমাণ মেলে।

মোবাইল কোর্টে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় ৪১৬ বস্তা সার জব্দ করা হয়, যা সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন ইউএনও।

জব্দকৃত সার বিতরণের দায়িত্বে থাকবেন উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top