শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট-লাইফ জ্যাকেট পরে সংঘর্ষ, নিহত ১, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:২৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, আবারও সংঘর্ষের রক্তাক্ত ঘটনা। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ভয়াবহ লড়াইয়ে প্রাণ গেল একজনের, আহত অর্ধশত। শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া এবং ব্যবসায়ী সাচ্চু মিয়ার সমর্থকদের মধ্যে শুরু হয় এই সংঘাত। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে অংশ নেওয়া অনেকেই নিজেদের সুরক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছিল! মাথায় হেলমেট, শরীরে লাইফ জ্যাকেট, এমনকি পায়ে ক্রিকেট প্যাড পরেও সংঘর্ষে যুক্ত হন তারা। এই রক্তক্ষয়ী সংঘাতে সাচ্চু মিয়ার সমর্থক ৬৫ বছর বয়সী মো. নাসির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top