লালমনিরহাট ভলান্টিয়ার সতেজকরণ কোর্স অনুষ্ঠিত
আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৩১
লালমনিরহাটে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫।
দৈনিক চার ঘণ্টার এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুষ্ঠিত হয়। যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটি।
কর্মশালায় লাল সবুজ সোসাইটির জেলা টিমসহ মোট ২৫ জন উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। পুরো প্রশিক্ষণটি হাতে-কলমে এবং ব্যবহারিক অভিজ্ঞতায় সমৃদ্ধ ছিল। অংশগ্রহণকারীরা আধুনিক অগ্নিনির্বাপন কৌশল, দুর্ঘটনা মোকাবিলা, দ্রুত ও কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগকালীন তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। প্রশিক্ষণে সহায়তা করেন স্টেশন অফিসার রোকনুজ্জামান, সিনিয়র ফায়ারম্যানসহ অন্যান্য দক্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন প্রশিক্ষণার্থীদের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও জনসেবা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবীরা শুধু নিজেদের দক্ষতা বাড়াচ্ছে না, বরং স্থানীয় জনগণকে সহায়তা করার জন্যও প্রস্তুত হচ্ছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরও যোগ করেন, ফায়ার সার্ভিস শুধু একটি উদ্ধারকারী সংস্থা নয়, এটি জনগণের নিরাপত্তা নিশ্চিতের একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলবে।
লাল সবুজ সোসাইটি লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর ইউসুফ আলী বলেন, প্রশিক্ষিত ও সচেতন তরুণরাই যেকোনো দুর্যোগে থম সাড়াদানকারী হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ভলান্টিয়াররা আরও দক্ষ এবং আত্মবিশ্বাসী। এটি স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতিতে এক নতুন ও শক্তিশালী দিগন্ত উন্মোচন করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।