কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫১
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে আগামী সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পর্যটন খাতের ১৬টি সংগঠনের নেতারা অংশ নেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গত ৮ অক্টোবর কুয়াকাটার একটি হোটেলে ভ্যাট কর্মকর্তা জামিউল আলম ভ্যাটসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় রাজস্ব কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
হোটেল ম্যানেজার রাজিব বলেন—
“আমি আমার মালিককে বিষয়টি জানাতে গেলে আমার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন আচরণ একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে আশা করা যায় না।”
মানববন্ধনে বক্তারা বলেন “পর্যটন নগরীর ভাবমূর্তি ধ্বংস করে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জামিউল আলমকে দ্রুত কুয়াকাটা থেকে অপসারণ করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”
ঘটনায় মন্তব্য চাইলে সহকারী কমিশনার (ভ্যাট) জামিউল আলম বলেন—
“বিষয়টি তদন্তাধীন। তাই আপাতত কোনো মন্তব্য করতে চাই না।”
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন—
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পর্যটনের স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে কলাপাড়া উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।