শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সাংবাদিকদের সুরক্ষায় লালমনিরহাটে প্রেসফোরের সাধারণ সভা অনুষ্ঠিত

মিঠু মুরাদ | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ২০:০১

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সুরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘প্রেসফোর’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসফোরের সদস্য সাংবাদিকদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার সাংবাদিকরাও অংশ নেন।

 

সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

প্রেসফোরের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এ.কে.এম মঈনুল হক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতা ও ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসফোরের সদস্য সচিব মিজানুর রহমান, সরকারি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক লিটন পারভেজ, হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস হোসেন পপন, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন সুমন, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতিকার রহমান, সাংবাদিক খোরশেদ আলম সাগর ও নিয়াজ আহমেদ সিপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

সভা শেষে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top