সুনামগঞ্জে সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার
সুনামগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রইল এক ব্যতিক্রমী ঘটনা। মঞ্চে দাঁড়িয়ে দলের নেতার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিলেন এক কর্মী। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজারে এ ঘটনা ঘটে।
বিএনপি কর্মী নূর কাশেম ওই চেকটি উপহার দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের হাতে। তিনি সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।
হঠাৎ এমন উপহার পেয়ে বিস্মিত কামরুজ্জামান কামরুল বলেন, “নূর কাশেমের সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না। আজই প্রথম দেখা। রোববার ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথাও বলেছেন তিনি। তার ভালোবাসায় আমি আবেগাপ্লুত।”
তিনি আরও বলেন, “আমি ধানের শীষের কথা বলছি। জনগণ যদি পাশে থাকে, মনোনয়ন পাব-এই বিশ্বাস আমার আছে।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, জুনাব আলী, আবদুল হক প্রমুখ।
সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী আরও রয়েছেন-প্রয়াত এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, আনিসুল হক, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্যপ্রবাসী হামিদুল হক আফিন্দী, আবদুল মোতালেব খান
আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে প্রার্থীতা ও দলীয় মনোনয়ন ঘিরে মাঠ ইতোমধ্যেই সরগরম। নেতাকর্মীদের উপস্থিতিতে শনিবারের সমাবেশও ছিল জনসমাগমে সরব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।