রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থীর মনোবল ফেরাতে বাকি সহপাঠীদের মানবিক উদ্যোগ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৬

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটিতে দেখা যায়, ক্যান্সারে আক্রান্ত এক স্কুলশিক্ষার্থী চিকিৎসার কারণে মাথার চুল হারিয়ে ফেলেছে। এতে সে লজ্জা পেয়ে স্কুলে যেতে অনীহা প্রকাশ করছিল।

‎কিন্তু এখানেই ঘটেছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। শিশুটির সাহস বাড়াতে ও তাকে আবার স্কুলে ফিরিয়ে আনতে তার সহপাঠীরা এবং শ্রেণিশিক্ষিকা একসঙ্গে নিজেদের মাথার চুল কেটে ফেলেছেন। এমন ভালোবাসা ও সহমর্মিতার উদাহরণ খুব কমই দেখা যায়।

‎ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই বলছেন, “এটাই প্রকৃত শিক্ষা — মানবিকতা, ভালোবাসা আর বন্ধুত্বের শিক্ষা।” কেউ কেউ মন্তব্য করেছেন, “এমন শিক্ষক আর সহপাঠী থাকলে জীবনের যেকোনো লড়াই জেতা সম্ভব।”

‎তবে ভিডিওটি কোন স্কুলের, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তথাপি, এই হৃদয়স্পর্শী ঘটনাটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

‎ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top