গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফের মৃত্যু, জিরাফশূন্য হলো পার্ক
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৭
গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে টিবি (টিউবারকিউলোসিস) রোগে আক্রান্ত হয়ে পার্কের শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জিরাফশূন্য হয়ে পড়ল দেশের বৃহত্তম এই সাফারি পার্কটি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে অসুস্থ স্ত্রী জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে কর্তৃপক্ষ।
পার্কের কর্মকর্তারা জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয় আন্তর্জাতিক প্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্স এর মাধ্যমে। পরে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পার্কে আরও চারটি জিরাফ জন্ম নেয়। তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একে একে বেশ কয়েকটি জিরাফ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
সর্বশেষ ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একটি পুরুষ জিরাফ মারা গেলে স্ত্রী জিরাফটি সঙ্গীহীন হয়ে পড়ে। অবশেষে সেটিও অসুস্থ হয়ে সোমবার (২০ অক্টোবর) বিকেলে মারা যায়।
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, জিরাফটির অসুস্থতা দেখা দিলে গত ১৪ অক্টোবর বিশেষজ্ঞদের নিয়ে জরুরি মেডিকেল বোর্ড গঠন করা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. গোলাম হায়দারকে প্রধান করে পাঁচ সদস্যের এই বোর্ড গঠিত হয়।
মৃত জিরাফটির ময়নাতদন্ত শেষে মেডিকেল বোর্ড জানায়, এটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পরে পার্কের অভ্যন্তরেই মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।