মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,পথচারী নারী নিহত
মাদারীপুর প্রতিনিধিঃ | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:১০
মাদারীপুরে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)।
তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা'যায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগম (৫৫)। কে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমা বেগম (৫৫) কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন আমরা সকাল সাড়ে ১১ টার সময় খবর পাই। উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা নিহত হয়েছে । আমাদের উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।