যশোরে আট স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:০৬
যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় এলাকা থেকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান চালায় ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন।
গ্রেফতার ব্যক্তির নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুড়লীর মোড়ে তল্লাশি চালানোর সময় অলিউল্লার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বার সংখ্যা ৮টি। যার মোট ওজন ১.০২০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার অলিউল্লা স্বীকার করেছেন— তিনি স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান শেষে তাকে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।