সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকায় শুরু হবে শীত, উত্তরাঞ্চলে আসছে নভেম্বরেই

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৭

সংগৃহীত

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত দেখা গেলেও রাজধানী ঢাকায় তেমন কোনো প্রভাব পড়েনি। এবারও নভেম্বরে ঢাকায় শীতের দেখা মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমে তিনি বলেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় শীত নামবে সবার আগে। এরপর ধীরে ধীরে দেশের অন্য অঞ্চলে ছড়িয়ে পড়বে।”

তিনি আরও জানান, “ঢাকায় শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এর আগে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও সেটি প্রকৃত শীত নয়।”

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক হয়ে উঠবে বলেও জানান বিশেষজ্ঞরা।

এদিকে কৃষি বিশেষজ্ঞদের ধারণা, এবারের শীতকালীন আবহাওয়া কৃষি খাতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে সবজি ও আমন ধানের উৎপাদনে অনুকূল পরিবেশ তৈরি হবে বলে তারা মনে করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top