সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত

জামালপুর প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:০৫

ছবি: সংগৃহীত

জামালপুরে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮) এবং সরিষাবাড়ি উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং আরিফা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন—আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮) ও ফারজানা (২৫)। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। আহতদের প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাশেদ মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া ও আরিফা আক্তার পলি মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া ট্রাকটি পুলিশ জব্দ করে।

নিহত রাশেদের বোন হুসনা আক্তার জানান, সকালে নানা বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল রাশেদ। দুপুরেই তার মৃত্যুর সংবাদ পাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top