মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

পরকীয়া প্রেমে দুই সন্তানের জননী ঘর ছাড়লেন

মিঠু মুরাদ | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৩

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জননী রানী বেগম (৩৫) প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন। এই ঘটনায় রানীর বাবা আনারুল হোসেন কালীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাগজিপাড়ার আনারুল হোসেনের মেয়ে রানী বেগমের সঙ্গে ২০০১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় মোস্তাক আহমেদ ওরফে সাইদুলের সাথে। দাম্পত্য জীবন শুরুতে সুখে-শান্তিতে কাটছিল এবং ঘরে জন্ম নেয় দুই সন্তান ছেলে আব্দুর রহমান (১৮) ও মেয়ে সিদরাতুল মুনতাহা (৯)। মোস্তাক চাকরির সুবাদে ঢাকায় থাকতেন, এই সময়ে রানীর সঙ্গে স্থানীয় এক ব্যক্তি আলমগীর হোসেনের ঘনিষ্ঠতা বাড়ে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ১১ জুন ২০২৫ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে আলমগীর হোসেন রানীকে স্বামীর বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন। এরপর ২০ সেপ্টেম্বর রাতে আলমগীর তাকে তার বাবার বাড়িতে রেখে চলে যান। একদিন পরে, ২১ সেপ্টেম্বর, লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে রানী আলমগীরকে তালাক দেন।

তবে ক্ষিপ্ত হয়ে ৬ অক্টোবর রাতে আলমগীর পুনরায় রানীকে জোরপূর্বক তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “ঘটনার পর থেকে অপহরণকারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয় মানুষজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top