বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মশাল মিছিল, মামলা প্রত্যাহারের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, দুর্জয় মোড়ে জড়ো হয়ে জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে ভৈরব থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দুর্জয় মোড়ে গিয়ে তারা সমবেত হন।

সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম জিহাদ বলেন, “ভৈরববাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রেলপথ অবরোধের সময় ট্রেনে পাথর নিক্ষেপের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে চলে যান আন্দোলনকারীরা।

এর আগে গত সোমবার সকালে ভৈরব বাজার রেলওয়ে জংশনে রেলপথ অবরোধ চলাকালে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামী বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করা হবে বলে জানিয়েছেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top