বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

গাইবান্ধায় পারিবারিক কলহে আগুনে দগ্ধ রায়হানের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৪২

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করা যুবক মো. রায়হান মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল।

তিনি জানান, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রায়হান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মৃত রায়হান মিয়া ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামের মো. চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮-৯ বছর আগে রায়হান মিয়া বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে রায়হান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। কয়েক মাস আগে স্থানীয় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী বেগম নিজের গহনা বিক্রি করে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন।

তবে এরপরও রায়হান আরও এক নারীকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন রায়হান। এতে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান আদুরী বেগম।

পরে রাগ-ক্ষোভে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেলে তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা কাগজপত্র পাইনি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top