বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

জুলাই সনদে বিএনপির স্বাক্ষর নেই, জাতির সঙ্গে প্রতারণা: রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন— এই সনদে বিএনপির স্বাক্ষরের কাগজ নেই।রিজভী এই ঘটনাকে ‘জাতির সাথে প্রতারণার শামিল’ বলে অভিহিত করেছেন। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও, তার কমিশনের এমন প্রতারণামূলক কাজ সমর্থনযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, সনদে এমন কিছু ধারা রয়েছে যা আইনি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এমনকি নতুন সংবিধান প্রণয়নের মতো বিষয়ও চলে আসে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে যারা জীবন দিয়েছেন, সেই ঐকমত্যের কমিশনের মাধ্যমে এমন ভেজাল ও প্রতারণামূলক জুলাই সনদ কিভাবে হয়?

রিজভী মনে করিয়ে দেন, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, এখানে বহু ষড়যন্ত্রকারী কাজ করছে। তবে রাজনৈতিক মন্তব্যের পাশাপাশি রিজভী রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের নির্দেশে পাশে থাকার আশ্বাস দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top