“এ যেন প্রকৃতির এক ছোট্ট বিস্ময়!”
সাতক্ষীরার তালায় আশ্চর্য লম্বা বেগুন গাছ
সাতক্ষীরা প্রতিনিধি।। | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১১:১০
সাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষকের আঙিনায় জন্মেছে এক আশ্চর্য লম্বা বেগুন গাছ, যা এখন পুরো এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত একটি বেগুন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হয় না, কিন্তু এই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুটেরও বেশি। আশ্চর্যের বিষয়, এত লম্বা হওয়া সত্ত্বেও গাছটি ফলেও ভরপুর। বর্তমানে গাছটিতে একসঙ্গে ২৫টিরও বেশি বেগুন ঝুলছে, যা দেখে যে কেউ বিস্মিত হচ্ছে।
তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের কৃষক মো. জয়নুদ্দীন সরদার প্রায় ১০ মাস আগে নিজের বাড়ির আঙিনায় বেগুনের কিছু চারা রোপণ করেছিলেন। অন্যান্য গাছের মতোই যত্ন নিলেও হঠাৎ তিনি লক্ষ্য করেন, একটি গাছ অস্বাভাবিকভাবে লম্বা হচ্ছে। প্রতিদিন পানি দেওয়া, জৈব সার ব্যবহার, ও কীটনাশকমুক্ত পরিচর্যার ফলে গাছটি দিনে দিনে আরও উঁচু ও শক্ত হয়ে ওঠে।
কৃষক জয়নুদ্দীন বলেন,
“আমি ভেবেছিলাম গাছটা হয়তো শুকিয়ে যাবে। কিন্তু কয়েক সপ্তাহ পর দেখি গাছটা লম্বা হচ্ছে, আর তাতে ফলও ধরছে। এখন প্রতিদিন অনেকে এসে দেখতে চায়।”
তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. হাজিরা খাতুন জানান, প্রাকৃতিক মাটি, অনুকূল আবহাওয়া ও সঠিক জৈব সার ব্যবহারের কারণেই গাছটি এত উঁচু হতে পারে। তিনি বলেন,
“এটি একটি বিরল উদাহরণ। আমরা গাছটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে চাই। যদি এটি কোনো বিশেষ জাতের পরিবর্তিত রূপ হয়, তবে ভবিষ্যতে এটি কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।”
গাছটি দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার এর ডাল চেয়ে নিচ্ছেন নিজের আঙিনায় লাগানোর আশায়। এলাকার শিশুদের কাছেও এটি বড় আকর্ষণ হয়ে উঠেছে।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম বলেন,
“আমার জীবনে এত লম্বা বেগুন গাছ কখনও দেখিনি। সত্যিই এটা এক আশ্চর্যের ব্যাপার।”
এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী — ড. শিমুল মন্ডল ও সহকারী বৈজ্ঞানিক মৃণাল কান্তির নেতৃত্বে গাছটি পরিদর্শন করেন। তারা কৃষক জয়নুদ্দীনের কাছ থেকে দুটি বেগুন সংগ্রহ করে বীজ সংরক্ষণের ব্যবস্থা করেন। পরিদর্শনের সময় বিজ্ঞানীরা কৃষককে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
কৃষি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই বেগুন গাছের গবেষণার ইতিবাচক ফলাফল বাংলাদেশের কৃষিতে টেকসই ও দীর্ঘস্থায়ী বেগুন উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
এখন এই লম্বা বেগুন গাছ শুধু এক কৃষকের গর্ব নয়, বরং পুরো এলাকার গর্ব হয়ে উঠেছে। এটি যেন প্রমাণ করে — যত্ন ও ভালোবাসা দিয়ে চাষ করলে প্রকৃতি সত্যিই আমাদের অবাক করে দিতে পারে।
স্থানীয়রা বলছেন,
“এ যেন প্রকৃতির এক ছোট্ট বিস্ময়!”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।