শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ায় বাইতুন নাজাত জামে মসজিদের ছাদ নির্মাণকাজের উদ্বোধন

এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

ডুমুরিয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বাইতুন নাজাত জামে মসজিদের ছাদ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বাইতুন নাজাত জামে মসজিদের ছাদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন মফিজ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ জালিম আক্তার লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা মশিউর রহমান, সাবেক ইউপি সদস্য গাজী আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুর রহমান, বাজার কমিটির নেতা সিরাজ মির, ব্যবসায়ী ইলিয়াস হোসেন, মেহেদি হাসান রাসেল, মোঃ আব্দুল হাই শেখ, কবির হোসেন, গাজী আজারুল ইসলাম ও আব্দুস সালাম খান।

সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ওমর আলী।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা মসজিদের উন্নয়নকাজে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top