শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

অপরিকল্পিত নগরায়নে ঝুঁকিতে ঢাকা—বড় ভূমিকম্পে ধসে পড়তে পারে লাখো ভবন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:১৭

সংগৃহীত

বড় মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলানোর সক্ষমতা রাজধানী ঢাকার নেই—এমন সতর্কতা জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনহীন ভবন নির্মাণ এবং জাতীয় ভবন নির্মাণ কোড অমান্য করায় রাজধানী সম্ভাব্য ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে রয়েছে।

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অংশ হিসেবে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকায় বর্তমানে ২১ লাখ ৪৫ হাজার ভবন রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে (টাঙ্গাইল) যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে রাজধানীর কয়েক লাখ ভবন ধসে পড়তে পারে। কারণ, এসব ভবনের অধিকাংশই নির্মিত হয়েছে ভবন নির্মাণ কোড অনুসরণ না করে। জরিপে আরও উঠে আসে, ৯৫ শতাংশ ভবনই গঠিত হয়েছে অনুমোদিত নকশার বাইরে।

এদিকে চলতি বছর রাজউক প্রায় সাড়ে ৩ হাজার অবৈধ ভবন শনাক্ত করেছে এবং সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। শুধুমাত্র ঢাকার অভ্যন্তরেই নয়, বসিলা, ঢাকা উদ্যান, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় কোনো অনুমোদন ছাড়া শত শত ভবন গড়ে উঠেছে।

রাজউকের মাস্টারপ্ল্যান ড্যাপের তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকায় প্রতি বছর গড়ে ৯৫ হাজার স্থাপনা নির্মিত হলেও সেই সময় রাজউক থেকে অনুমোদন নেওয়া হয় মাত্র ৪ হাজার ১৪৭টি। অর্থাৎ, পুরো দশকে ৯৫.৩৬ শতাংশ ভবন নির্মাণ করা হয়েছে অনুমোদন ছাড়াই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top