শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে বাড়িতে ফাটল? বিপদে করণীয় কী ? প্রস্তুতি এখনই নিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:০৫

সংগৃহীত

হঠাৎ ভূমিকম্পে বাড়িতে ফাটল দেখা দিলে আতঙ্কিত হওয়া স্বাভাবিক। কিন্তু নিরাপত্তার জন্য জানা জরুরি—আপনার ফাটলটি কতটা বিপজ্জনক। এই ক্ষতি নির্ভর করে বাড়ির বয়স, নির্মাণ মান ও ফাউন্ডেশনের শক্তির ওপর।

সাধারণত দুই ধরনের ফাটল দেখা যায়। এক: চুলের মতো ক্ষুদ্র ফাটল—যা প্লাস্টারে হয় এবং কম ঝুঁকিপূর্ণ। দুই: কাঠামোগত ফাটল—যা পিলার, বিম বা দেয়ালে ধরলে বিপজ্জনক।

ফাটল দেখা দিলে প্রথম করণীয়: নিরাপত্তা নিশ্চিত করুন। যদি ফাটল গুরুতর হয়, তবে দ্রুত ভবনটি খালি করুন। গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ এবং পানির পাইপ পরীক্ষা করে দেখুন।

দ্বিতীয়ত: অবিলম্বে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের সহায়তা নিন। কাঠামোগত ইঞ্জিনিয়াররাই ফাটল পরিদর্শন করে ক্ষতির সঠিক মাত্রা নির্ধারণ করতে পারেন। ক্ষুদ্র ফাটল সাধারণ মেরামতে ঠিক হলেও কাঠামোগত ফাটলে লাগতে পারে ফ্রেম স্ট্রেংথেনিং।

ভবিষ্যতে ক্ষতি কমাতে মানসম্পন্ন নির্মাণ, ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণ এবং পুরোনো ভবনের নিয়মিত পরিদর্শন জরুরি। পাশাপাশি, জরুরি ব্যাগ বা ইমারজেন্সি কিট সবসময় প্রস্তুত রাখুন।

ভূমিকম্পের পর মানসিক চাপ ও আতঙ্ক স্বাভাবিক। এ সময় পরিবারের সদস্যদের পাশে থাকুন, শান্ত থাকুন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন। সচেতনতা ও প্রস্তুতিই দুর্যোগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top