নেত্রকোনার কলমাকান্দায় আগুনে পুড়ল ৫ দোকান
নেত্রকোনা থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৩৯
                                        নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের কামারপট্টি এলাকায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবারাত সোয়া ১টার দিকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুধাংশ সরকারের মনোহারি দোকানে আগুন জ্বলতে দেখে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাজল মাস্টারের বাসা, সুধাংশ সরকারের মনোহারি দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া আরও ৪ দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আগুনে ৫ টি দোকানের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।