খুলনায় ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
খুলনা থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৫:১৪
                                        নগরীর হরিনটানা থানা এলাকার মোস্তর মোড়ে বিসমিল্লাহ নগর মাদরাসার সামনে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মো. নাঈম ও সাইফুল ইসলাম।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠনো হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।