চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৭
                                        চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াযর চুনতি ফরেস্ট গেট এলাকায় সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাসে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। নিহত বাসযাত্রীদের এখনও জানা যায়নি।
দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।