বন্ধের পর আবারও

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৫৯

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক ভাষা দিবস উপলক্ষ্যে এক দিন বন্ধ থাকর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক দিন বন্ধের পর সোমবার বেলা ১১টা থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। দেশের ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top