মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৩ ঘণ্টা পর ছাড়লো সিরাজগঞ্জ একপ্রেস

সিরাজগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২০:৪৭

৩ ঘণ্টা পর ছাড়লো সিরাজগঞ্জ একপ্রেস

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ৩ ঘণ্টা পর স্টেশন থেকে ঢাকামুখী ট্রেনটি ছেড়ে গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ ট্রেনের পরিচালক হাজী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেনের পরিচালক হাজী আফজাল হোসেন জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

কিন্তু সোমবার সকালে চালক ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন ট্রেনের চাবি হারিয়ে গেছে। এ কারণে ঈশ্বরদী থেকে আরও একটি ইঞ্জিন আনার পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top