শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ভাটারার নতুনবাজারে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ২২:১০

সংগৃহীত

ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুনবাজার এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এই ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টা ২৩ মিনিটে ইউনিটগুলো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও সেখানে অবস্থান করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা তাদের প্রধান লক্ষ্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top