রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

রূপগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬

রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নেতা আজাহার আলী কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় গুরুতর আহত হন আজাহার আলী।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, পরিবার অথবা দলীয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top