গ্ল্যামার ছাপিয়ে আলোচনায় সুনেরাহ বিনতে কামাল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৫
লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের সীমা পেরিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিক সাফল্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ঝড় তুলেছেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা একগুচ্ছ ছবিতে স্টাইল, আত্মবিশ্বাস আর মোহময় উপস্থিতিতে মুহূর্তেই নজর কাড়েন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন সুনেরাহ। ছবিগুলোতে তাকে দেখা যায় স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে। এলোমেলো চুল আর রোদেলা দুপুরের আলোয় তার স্নিগ্ধ, খোলামেলা উপস্থিতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুতই। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’—যা ভক্তদের মন কেড়ে নেয়।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তার গ্ল্যামার ও আত্মবিশ্বাসী লুকের প্রশংসা করছেন, আবার কেউ মুগ্ধ হচ্ছেন তার ফ্যাশন সেন্সে। খোলামেলা উপস্থিতি হলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এই লুককে ‘উষ্ণতা ছড়ানো’ বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, এর আগেও বোল্ড ও স্টাইলিশ উপস্থিতি নিয়ে আলোচনায় এসেছেন সুনেরাহ।
ছোট পর্দা থেকে বড় পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই সমান স্বাচ্ছন্দ্যে কাজ করছেন সুনেরাহ বিনতে কামাল। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ে যেমন যোগ হচ্ছে নতুন মাত্রা, তেমনি ফ্যাশন ও স্টাইল সচেতনতার দিক থেকেও তিনি নিজেকে আলাদা করে তুলে ধরছেন। অভিনয় আর ব্যক্তিত্বের মিশেলে দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছেন এই অভিনেত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।