শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

তরেক রহমান: ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দিন

রংপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৭

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল জনসভায় তিনি বলেন, বিএনপি সংস্কারের জন্য কখনো লুকোছাপা করেনি।

তিনি আরও বলেন, “অতীতের সরকার মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় এলে সেই টাকা ফেরত এনে দেশের উন্নয়নে ব্যবহার করবে।”

সভায় তিনি ক্ষুদ্র ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ, রংপুর অঞ্চলে শিল্প-কলকারখানা এবং আইটি প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষিজাত শিল্প উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “আগস্টের ৫ তারিখে জনগণ দেশের পরিবর্তন চেয়েছে। দেশের নিরাপত্তা, শান্তি ও জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তাই ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ভোট দিন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোরবেলা ভোট কেন্দ্রে যান, ফজরের নামাজ পড়ুন এবং ভোট কেন্দ্রে পাহারা দিন, যাতে ভোটের অধিকার কেউ ছিনতাই করতে না পারে।”

রংপুর অঞ্চলের প্রসঙ্গে তিনি বলেন, অঞ্চলটি সমৃদ্ধ, পীরগঞ্জে কয়লা-লৌহ খনি, দিনাজপুরে কয়লা ও পাথর খনি, কৃষিতেও সমৃদ্ধ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে পানির সংকট দূর করা হবে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হবে।

তিনি জুলাই বিপ্লব ও আগস্ট আন্দোলনে শহীদ হওয়া ১৪শ’ জনের ত্যাগ স্মরণ করে বলেন, জনগণের দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই এই আন্দোলন।

সভায় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু। অন্যদের মধ্যে ছিলেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, এবং ৩৩টি আসনের প্রার্থীসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top