শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৬

সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে হঠাৎই তৈরি হয় কৌতূহলের আবহ। ক্যামেরার ফ্ল্যাশ, ফিসফাস আর দৃষ্টি—সবকিছুর কেন্দ্রে বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এই ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ খান। তখন তাকে দেখা যায় পুরো ডেনিম পোশাকে, মাথায় টুপি ও চোখে রোদচশমা পরা অবস্থায়। নিরাপত্তা চেকপোস্টে পরিচয়পত্র দেখানোর পর কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা নিয়ম অনুযায়ী তাকে রোদচশমা খুলতে অনুরোধ করেন।

নিরাপত্তা বিধির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে কোনো আপত্তি না করেই শান্তভাবে রোদচশমা খুলে তল্লাশিতে সহযোগিতা করেন কিং খান। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। বিদায়ের আগে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে প্রশংসা জানানোর দৃশ্যও ধরা পড়ে ভাইরাল ভিডিওতে।

শাহরুখ খানের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুগ্ধ হন উপস্থিত নিরাপত্তাকর্মী ও সহযাত্রীরা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মন্তব্য—এই কারণেই শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন, বরং মানুষের হৃদয়ের ‘বাদশা’।

তবে ঠিক কোথায় যাচ্ছিলেন শাহরুখ খান—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top