নরসিংদীর স্থগিত ৪ কেন্দ্রে পুর্ননির্বাচনের ভোটগ্রহণ চলছে

নরসিংদী থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৯

নরসিংদীর স্থগিত ৪ কেন্দ্রে পুর্ননির্বাচনের ভোটগ্রহণ চলছে

নরসিংদী পৌরসভায় স্থগিত ৪ কেন্দ্রের পুর্ননির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও আশপাশ এলাকায় র্যাব, পুলিশ, বিজিপি, আনসার, মোবাইল কোর্ট ও ট্রাইকিং ফোর্সের সদস্যরা মাঠে রয়েছেন।

তবে ভোটগ্রহণে ধীর গতি চলছে বলে অভিযোগ করেছেন একাধিক ভোটার। এবার স্থগিত ৪টি কেন্দ্রে ৯ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, ১৪ ফ্রেরুয়ারি নরসিংদী পৌরসভা নির্বাচনে জালভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ইউএমসি আদর্শ বিদ্যালয়, বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top