সাতদফা দাবিতে রাজশাহীতে ব্যবসায়ী ঐক্য পরিষদের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি : | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০০:৪৪
রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। কর্মসূচি থেকে তারা সরকারের কাছে সাতদফা দাবি তুলে ধরেন। আজ শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর আয়োজন করে।
ব্যবসায়ীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করা, ব্যবসায়ীদের স্বার্থবিরোধী যখন-তখন মেলার আয়োজন বন্ধ করা, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি সহনীয় মাত্রায় রাখা ও সাইনবোর্ড ফি প্রত্যাহার; আঁকাবাকা রাস্তা সোজা করা, উন্নয়নের নামে হুটহাট দোকানপাট-মার্কেট ভাঙা বন্ধ করা এবং রাজশাহী পাটকল ও চিনিকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগের মতোই চালু রাখা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ। বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মাহমুদ হাসান, সহসভাপতি ফৌজদার শফিকুল ইসলাম প্রমুখ।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান স্বজন কর্মসূচি পরিচালনা করেন। কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের সাতদফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।