বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জ : | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০১:০৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো: আব্দুস সবুরসহ ১১০ দপ্তর প্রধান এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য মো: শামীম হাসান।
শনিবার (০৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম ও প্রধান প্রকৌশলী মো: আব্দুস সবুর পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর সচিব মোঃ নজরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য মো: শামীম হাসান ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় মেট্রোরেল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায় প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখসহ সড়ক বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণসহ সড়ক বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ মোট ১১০জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।