পাবনার চাটমোহরে ৭ই মার্চ উদযাপন

পাবনার চাটমোহর প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ১৯:৪৪

পাবনার চাটমোহরে ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে।

রোববার (০৭ মার্চ) বিকেল চারটায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার।

শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই ডেভিড হিমাদ্রী বর্মন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। তারপর আনন্দ উদযাপনের কেক কাটেন অথিতিরা।

বাংলাদেশের পুলিশ সেদিন যেমন রুখে দাঁড়িয়েছিল, আজ তারা ৭ই মার্চ পালন করছে। তাদের সাধুবাদ জানাই। জামাত রাজাকার আজ আওয়ামীলীগকে দখল করতে চায়। পতাকাকে খামচে ধরতে চায়। তাদের সন্তানরা চাটমোহরে নেতৃত্ব দিতে চায়। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তারা যেন আওয়ামীলীগে ঢুকতে না পারে। সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। কোনো কারনে যেন আওয়ামীলীগের কে দখল করতে না পারে। আমরা মুজিব হত্যার বদলা নিয়েছি। আগামীতেও পারবো। ঘরের মধ্যে শত্রু ডুকে পড়েছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top