সৈয়দপুরে আইডিইবি’র তিন দফা দাবিতে মানববন্ধন
নীলফামারী থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০২:৩৪
নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম কমল, সাধারণ সম্পাদক মোনায়মুল হক, সদস্য আরিফুর রহমান, মাহবুবুর রহমান, নিজামুল হক প্রমুখ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) অসাম্যজস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে ৩ দফা বাস্তবায়নের দাবি করেন।
প্রসঙ্গত, বিএনবিসি ২০২০ এর প্রজ্ঞাপনে একটি নথি পত্রে একটি অসাম্যজস্যতা পরিপ্রেক্ষিতে ডিপ্লোমাধারীদের মধ্যে একটি অসন্তোষ বিরাজ করছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: সৈয়দপুরে আইডিইবি তিন দফা মানববন্ধন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।