কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত ১৩ জন

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৯:০৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯শ ৬২ জন। এ পর্যন্ত মৃত্ব্যবরণ করেছেন ৯১ জন। কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকার মজমপুর ও কমলাপুর এলাকার দুজন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, মোট ২৩৭টি স্যাম্পলের মধ্যে কুষ্টিয়া জেলার ১৩টি পজিটিভ এসেছে। এদের মধ্যে ১১ জন কুষ্টিয়া সদর উপজেলার, ১ জন কুমারখালী উপজেলার এবং ১ জন খোকাসা উপজেলার বাসিন্দা।

আক্রান্ত ১৩ জনের ঠিকানাঃ ২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ী কমলাপুর ও মজমপুর এলাকায়। ২ জন আড়ুয়াপাড়া, ১ জন থানাপাড়া, ২ জন বারখাদা, ১ জন কমলাপুর, ১ লরেন্স লেন থানাপাড়া, ১ জন কোর্টপাড়া, ১ জন কুষ্টিয়া সদর থানাপাড়ার, ১ জন কুমারখালী দুর্গাপুরের বাসিন্দা। ১ জন খোকসা এলাকার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৯৬২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও করোনা হটলাইনে নিযুক্ত কর্মকর্তা আহমেদ সাদাত জানান, কুষ্টিয়ায় হটাৎ করেই কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে নিয়োজিত রয়েছে।

ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করা এবং সব ধরণের জনসমাগম এড়িয়ে চলাসহ গত ১৬ মার্চ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জেলা প্রশাসনের ওয়েব পেজ ও ফেসবুক পেইজ বিভিন্ন গণমাধ্যম কর্মিদের অবহিত করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top