গাইবান্ধার পলাশবাড়ীতে এরশাদের ৯১তম জন্মদিন পালিত
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৪৩
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্জ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৯১তম জন্মদিন পালিত।
২০ মার্চ সন্ধ্যায় পলাশবাড়ী প্রেস ক্লাব হলরুমে জাতীয় পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ৯১তম জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন পাতা'র সভাপতিত্বে আলোচনা সভা ৯১তম জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি'র যুগ্ম আহ্বায়ক সাবেক ৬নং বেতকাপা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা,হোসেনপুর ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল আজিজ,মনোহরপুর ইউনিয়ন সভাপতি মনোয়ারুল ইসলাম,আব্দুল জলিল মন্ডল,বজলার রহমান, ফজলুল হক দুদু,মমদেল হক,উজ্জল মন্ডল প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ের জাতীয় পার্টি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ বাদশা মিয়া।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: গাইবান্ধা পলাশবাড়ী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্জ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ ৯১তম জন্মদিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।