রাজশাহীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি গুরুত্ব দেবে বেসিক ব্যাংক
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০০:১৬
এখন থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি গুরুত্ব দেবে বেসরকারি বেসিক ব্যাংক। ছোট ছোট ঋণ দিয়ে দেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করতে চায় ব্যাংকটি।
বুধবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর আমচত্বরে পঞ্চম উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেসিক ব্যাংক দেশের সেরা একটি ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের আমানত কখনও খোয়া যাবে না। এটা নিশ্চিত করা হয়েছে। এখন থেকে বেসিক ব্যাংক বড় বড় ঋণ দেবে না। ছোট ছোট ব্যবসায়ীদের আরও বেশি গুরুত্ব দেয়া হবে যাতে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।