শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কিশোরগাড়ী ইউপি'র নির্বাচনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ১৯:২১

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি'র নির্বাচনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

সীমানা সংক্রান্ত জটিলতার অজুহাতে দীর্ঘ ১৯ বছর থেকে বন্ধ রয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউপি'র নির্বাচন। নির্বাচনের দাবিতে ৩১ মার্চ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, রোস্তম আলী মাস্টার, হারুন অর রশিদ মঞ্জু, জসিম উদ্দিন, সুরুজ হক লিটন, আব্দুর রহমান, মহির উদ্দিন, কফিল উদ্দিন মাস্টার প্রমূখ।

বক্তারা বলেন, পলাশবাড়ী পৌরসভা গঠনকল্পে কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউপি'র সীমানা নিয়ে পৌর এলাকা নির্ধারণ করা হয়। এতে কিশোরগাড়ী ইউপি'র ৪টি এবং বরিশাল ইউপি'র ১টি গ্রাম পৌরসভার অন্তভুক্ত করা হয়। কিন্তু ২০২০ সালের ১০ ডিসেম্বর পলাশবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার অজুহাতে বন্ধ রাখা হয়েছে ১নং কিশোরগাড়ী ইউপি'র নির্বাচন। এ সংক্রান্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা ২০১৭ সালে খারিজ হলেও অদৃশ্য কারণে নির্বাচন না হওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা অনতিবিলম্বে অত্র ইউপি'র নির্বাচন দাবি করেছেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top