প্রেসক্লাব পলাশবাড়ী’র স্থানান্তরিত কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ০৩:০৯
প্রেস ক্লাব পলাশবাড়ী’র স্থানান্তরিত কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে সংগঠনের স্থানান্তরিত কার্যালয় পৌরশহরের চৌমাথা মোড়ে পিয়ারী পাইলট বালিকা বিদ্যালয় মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা হয়।
এসময় প্রেসক্লাব সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য আবু বক্কর প্রধান, আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ-সভাপতি আরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
আরো ছিলেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, কোষাধ্যক্ষ জিন্নাতুল কবির, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিথুন, দপ্তর সম্পাদক আল কাদরি কিবরিয়া সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএম মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মুক্তাদীর ঈমাম মিথুন ও সদস্য মেজবাউল সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।