লকডাউন কার্যকর করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন মাঠে

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ০৩:৪০

লকডাউন কার্যকর করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন মাঠে

কোভিড-১৯ সংক্রমণ মারাত্মভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার সারা দেশে ০৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউন কার্যকর করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন সকাল থেকে মাঠে রয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি পালন, মাস্ক পরিধান ও লকডাউনে সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে মাঠে রয়েছেন।

উপজেলার বিশ্বরোড সংলগ্ন বাসস্ট্যান্ড, মাছ ও কাঁচাবাজার, নোয়াপাড়া মোড়, কাটাখালি মোড় ও উপজেলা মোড়ে তুলনামূলক বেশি জনসমাগম হয়। উপজেলা প্রশাসন এসব এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান পরিচালনা করলে ফকিরহাট মডেল থানা পুলিশ তাদের সহায়তা করেন। এছাড়া কাটাখালি হাইওয়ে থানা পুলিশ লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী। জনস্বার্থে উপজেলা প্রশাসন ফকিরহাটের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে তিনি জানান।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top