মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রাজশাহীতে করোনায় দুইজনের মৃত্যু

রাজশাহী থেকে | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ২৩:৩৫

রাজশাহীতে করোনায় দুইজনের মৃত্যু

রাজশাহীতে করোনায় দুইজনের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাদের মৃত্যু হয়। জেলায় এ নিয়ে করোনায় মোট ৫৯ জনের মৃত্যু হলো।

বুধবার (০৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ১৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ৩৬ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৫৬ জন। এদের মধ্যে ২৪ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৭৬ জন কোভিড-১৯ রোগী।

এনএফ/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top