দ্বিতীয় ডোজ টিকা দিতে প্রস্তুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ০১:৪১

সরকার ঘোষিত করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৮ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ডোজ টিকার পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের প্রথম ডোজের টিকা প্রদান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার।

বুধবার (০৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে বাগেরহাটে বেক্সিমকো ফার্মার ফ্রিজ ভ্যানে কোভিড-১৯ টিকা বাগেরহাট সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেছে। সেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টীকা আনা হবে। উক্ত টিকা র্বহস্পতিবার ৯টা থেকে সুরক্ষা এ্যাপের মাধ্যমে যারা দ্বিতীয় ডোজের এসএমএস পাবেন তাদের দেওয়ার কথা রয়েছে। ইতোপূর্বে দেখা গেছে ফকিরহাটের বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে প্রত্যন্ত গ্রাম এলাকায় সরকারের সুরক্ষা এ্যাপে ফ্রী নিবন্ধনের মাধ্যমে টীকা গ্রহণে সুযোগ করে দিচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলায় এ পর্যন্ত কোভিড- ১৯ টিকা গ্রহণ করেছেন ৯ হাজার ৬০ জন এবং টীকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন প্রায় ১২ হাজার মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, ‘সিভিল সার্জন অফিস থেকে টিকা আনার জন্য ইতোমধ্যে একটি টিম হাসপাতাল থেকে রওয়ানা হয়ে গিয়েছে। আগামীকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যারা ২য় ডোজের এসএমএস পাবেন তাদের সেই তারিখে টিকা প্রদান করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top