গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল এস এল কালেকশন
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ১৯:২৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা রোডে এস এল লেডিস অ্যান্ড জেন্টস কালেকশন নামক কাপড়ের দোকানে আগুনে পোড়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে দশটার পর কুঠিবাড়ী রোডে রবিউলের মার্কেটের ওই কাপড়ের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের দোকানীরা ভীত-সন্ত্রস্ত হয়ে তাদের মালামাল ও আসবাবপত্র বের করতে দেখা গেছে। এতে তাদেরও অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে ফায়ার সার্ভিস।
পাশের দোকানি রিপন এ প্রতিনিধিকে জানান, হাসিবুল হাসান সামু ভাইয়ের কাপড়ের দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তার ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া পাশের কয়েকটি দোকানে তড়িঘড়ি মালামালা বের করতে গেলে তাদেরও অনেক ক্ষতি হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।