খন্দকার মোশতাকের ছবি ক্যালেন্ডারে প্রকাশে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

পাবনা থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ০০:০৭

খন্দকার মোশতাকের ছবি ক্যালেন্ডারে প্রকাশে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের ক্যালেন্ডার ও ডায়রিতে খন্দকার মোশতাকের ছবি প্রকাশ করায় কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধারা।

সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বারসহ অনেকে। বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top