বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ২২:৪২

গাইবান্ধায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে ৮ এপ্রিল ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর গাইবান্ধা সদর উপজেলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)/বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) এর বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মতলুবর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আনোয়ার হাসান, সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ব্যতিক্রম এই ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে প্রতি লিটার দুধ ৪৮ টাকা ও ডিম প্রতি ৬ টাকা ৩৩ পয়সা ধরে বিক্রি করা হবে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top