পাবনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনা থেকে | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২১:০১

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ও ভালো কাজের জন্য পুরস্কার প্রদান

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, (বিপিএম)এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মার্চ মাসে ভাল কাজের জন্য জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

অফিসারদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরকে বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সার্কেল হিসাবে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, অফিসার ইনচার্জ হিসাবে আটঘরিয়া থানায় গত ফেব্রুয়ারী মাসে যোগদানকারী অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। এছাড়াও শ্রেষ্ঠ ট্রাফিক, উদ্ধারকারী,রহস্য উদঘাটনকারী,ওয়ারেন্ট তামিলকারী,সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও কনস্টেবলকে ভাল কাজের জন্য সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় পুলিশ সুপার পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত দ্রুত সম্পন্ন ও নিষ্পত্তির বিষয়ে দিক নির্দেশনা দেন।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top