সাঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাইবান্ধার সাঘাটা থেকে | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০২:১৬
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০২০-২১ অর্থবছরে উফসী আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ১০টি ইউনিয়নের ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।