পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে ইফতার মাহফিল
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৯:১৬
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠানের অংশ হিসেবে পৌর শহরের নুনিয়াগাড়ী (প্রফেসরপাড়া) ব্যক্তিগত কার্যালয়ে সোমবার ৬ রমজান স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের পরিচিত জনদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দো’আ মাহফিল শেষে ইফতার পর্ব অনুষ্ঠিত হয়।
প্রেস কাব কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সঞ্চালনায় প্রেস কাব পলাশবাড়ী’র সভাপতি মো. মনজুর কাদির মুকুলের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, কোষাধ্যক্ষ জিন্নাতুল কবির জিন্নাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মিথুন, ক্রীড়া সমাপাদক তাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মুক্তাদীর ঈমাম মিথুন, পাঠাগার সম্পাদক বকুল উদ্দিন ঈমাম ও সদস্য সরকার মেজবাহ ছাড়াও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।